মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল রংপুরের কৃতি সন্তান এটিএম আজাহারুল ইসলামের সুপ্রীম র্কোট থেকে বেকসুর খালাশ পাওয়ায় জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার উদ্যোগে গতকাল বুধবার শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া এ উপলক্ষ্যে নফল রোজা পালন ও নফল নামাজ আদায় করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকরানা দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, রংপুর মহানগরী শাখার সেক্রেটারী একেএম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, জামায়াতে ইসলামী রংপুর শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এনামুল হক, কর্মপরিষদ সদস্য শাহ্ মুহাম্মদ নুর হোসাইন, মাওলানা শাহজাহান সিরাজ প্রমুখ। এ ব্যাপারে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক কোন প্রদর্শন মুলক কর্মসুচী নেয়া হয়নি। তবে মহানগরীর তাজহাট থানা শাখার উদ্যোগে স্থানীয় এতিম খানায় খাবার বিতরন করা হয়। এছাড়া মহানগরীর ৩৩টি ওর্য়াড ও জেলার ৮ উপজেলার নেতা-কর্মীরা স্বতর্স্ফুতভাবে ব্যক্তিগত উদ্যোগে গতকাল বুধবার নফল রোজা রেখেছিল। এছাড়া সর্বস্তরের জনশক্তি ও সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে শোকরানা নামাজ আদায় ও দোয়া করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান জানান।