ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বিদ্যালয়গুলোতে কোন ক্লাস হয়নি। গাজায় নিহত মুসলমানদের জন্য দোয়া ও মুনাজাত করেই ছুটি দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গতকাল সোমবার বাদ আছর ভেড়ামারা বাসষ্টান্ড থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে রাজপথে নামে সহস্রাধিক মুসলামান। তাদের হাতে ফি গাজা, ফি প্যালেষ্টাইন, ষ্টপ হত্যাকান্ড, ইসরাইলী পণ্য বয়কটের ডাক সহ নানা ধরনের প্লাকার্ড শোভা পাচ্ছিল। এ সময় ইসরাইল কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে সকল ধরনের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। বলা হয়, নিত্য ব্যবহার্য্য সকল পণ্য’র বাজরই দখল করে রেখেছে ইসরাইল। আমাদের কষ্ট হলেও সেই সকল পণ্য বয়কট করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে। মিছিলে অংশনেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ড. নূরুল আমীন জসিম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ামারা শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ডাঃ আলী হোসেন, হাফেজ আনোয়ার হোসেন সহ সহস্রাধিক ধর্মপ্রান মসুলমান।

রাজারহাট (কুড়িগ্রাম)

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের নেতৃত্বে রাজার হাট-বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজার হাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে মিলিত হয় এতে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন, অধ্যক্ষ ও জামায়াতের সাবেক উপজেলা আমির খলিলুর রহমান, ছাত্রশিবিরের সুজন মিয়া, এ ছাড়াও রাজার হাটের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ব্যাপারী পাড়া জামে মসজিদ ও বাজার মসজিদ থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে একত্রিত হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সোনালী ব্যাংক চত্বরে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সভাপতি মুফতী আযম আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা তোফায়েল আহমদ, ইসলামিক ফাউন্ডেশন রাজারহাট উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা মুরাদ হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী। বক্তারা বলেন- শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরাইলী হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? শেষে গাজাবাসীদের জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

বুড়িচং (কুমিল্লা)

বুড়িচংয়ে গাজায় ইসরাইলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ এপ্রিল সোমবার বিকাল ৫টায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুন্ধরা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুল আউয়াল।

উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্রা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, কুমিল্লা জেলা শিবির সেক্রেটারি শাকিল আহমদ, বুড়িচং উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, জামায়াতের উপজেলা সহকারি সেক্রেটারি ফারুক চৌধুরী, বাইতুল মাল সম্পাদক আবুল কাশেম, বুড়িচং সদর ইউনিয়নের আমির মোহাম্মদ তাজুল ইসলাম, বাকশীমূল ইউনিয়নের আমির মাওলানা আব্দুর রউফ, শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিন, মাওলানা মাসুদ মৈশান, হাফেজ রুহুল আমিন, সুজন চৌধুরী, জহিরুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা আব্দুস সালাম আজাদী, শাহিন হোসাইন রেজা, মোঃ রমজান আলী, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মোঃ রবিউল হোসেন প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা)

ফিলিস্তিনের গাজাতে ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, স্থানীয় ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সাধারণ ছাত্র-জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করেন মিছিলে।

উপজেলা গেট, কোম্পানীগঞ্জ বাজার, বাঙ্গরা বাজার, যাত্রাপুর বাজারে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ কর, করতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ইসরাইলের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে আল্লাহু চত্বরে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফিলিস্তিনে ইসরাইলের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,”ইসরাইল হায়নার মত আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করেছে। তারা শিশু, নারী, পুরুষ সকলের উপর বর্বর হত্যাযোগ্য চালিয়েছে। কিন্তুু মুসলিম উম্মাহ এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে যা পুরো জাতির জন্য লজ্জা এবং পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ প্রকাশ করে “। বক্তারা সমস্ত উম্মাহকে এক হয়ে দ্রুত ফিলিস্তিনী ভাইদের সহায়তায় এগিয়ে আসার জন্য বলেন এবং মুসলিম ভাইদেরকে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।

কমলগঞ্জ (মৌলভীবাজার)

ফিলিস্তিনে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল) বাদ আসর কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্ব ও সেক্রেটারি এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারি মাও. খায়রুল ইসলাম নিজামী, মো. মাসুদ আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার বন্ধেন কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান এবং মুসলিম বিশ্বকে ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান করেন।

মাদারীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামি মাদারীপুর জেলার উদ্যোগে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধ বিরতির রীতি ভঙ্গ করে ফিলিস্তিনীদের উপর অন্যায়ভাবে যুদ্ধ করে নিরীহ শিশু এবং নারীসহ মানুষদেরকে হত্যার প্রতিবাদে ইসরাইলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এবং ফিলিস্তিনীদের রক্ষায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলার সাবেক আমির, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য এবং মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন চরনাছনা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহানখান বলেন, ইসরাইল যে নৃশংস হামলা চালাচ্ছে আমরা তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে হত্যাকান্ড বন্ধের জন্য আবেদন করছি, যদি বন্ধ না করা হয় মাদারীপুর সহ সারা বিশ্বের মানুষ হাতে অস্ত্র নিতে বাধ্য হবে ইসরাইলকে প্রতিহত করার জন্য। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলার সম্মানিত আমির মাওলানা হুমায়ুন কবির, মাদারীপুর পৌর শাখার সম্মানিত আমির মাওলানা আলমগীর হোসেন। মিছিল শেষে সভাপতির বক্তব্যে মাদারীপুর জেলার শাখার সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোখলেসুর রহমান বলেন,মানুষ সোচ্চার হয়েছে ইসরাইলের বিরুদ্ধে,যদি তারা যুদ্ধ বন্ধ করতে না চায় তাহলে সারা বিশ্বের মানুষ ইসরাইলকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিবে। আমরা জাতিসংঘকে বলতে চাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা করুন মুসলমানদের ক্ষেপিয়ে তুলবেন না পরিণতি ভালো হবে না। মিছিলটি জেলা সদর জামে মসজিদ থেকে শুরু করে পোস্ট অফিস মোড় হয়ে পুরান বাজার কাপড় পট্টি গিয়ে শেষ হয়।

যশোর

ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

৭ এপ্রিল সোমবার বিকেলে শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নুর-ই আলা নুর মামুন, শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, নায়েবে আমীর মাস্টার ইসমাইল হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাইকপট্ট্রি, চিত্রামোড়, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে বিশাল মিছিলটি শেষ হয়। কয়েক হাজার নেতা কর্মী মিছিলে অংশ গ্রহণ করে গগন বিদারী শ্লোগান তোলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ৫০ হাজার মানুষ হত্যা করে চরম বর্বরতার পরিচয় দিয়েছে ইসরাইলী বাহিনী। সেখানে নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

জাতিসংঘ এবং ওআইসির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, এসব সংগঠন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো তাহলে ইসরাইল ফিলিস্তিনীদের ওপর তাদের সন্ত্রাসী তৎপরতা চালাতে পারতো না। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের বড় ঘাতক এবং সন্ত্রাসী উল্লেখ করে গাজায় গণহত্যার ঘটনায় ধিক্কার জানান নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মাহকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী ইসরাইলী জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিবৃত করতে হবে। সমাবেশ থেকে ইসরাইলী সমস্ত পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এদিকে একই ইস্যুতে জজকোর্ট মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইন সংহতি কমিটি এবং আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

ঠাকুরগাঁও

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। সোমবার বিকাল সাড়ে পাঁচটায় জেলা জামায়াত কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়। পুরাতন বাসস্ট্যান্ড হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। বক্তাগণ অবিলম্বে গাজায় ইসরাইলী বর্বর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে দখলদার ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে মুসলিম বিশ্বকে এগিয়ে আহ্বান জানান। এ সময় বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী উপস্থিথ ছিলেন।

পঞ্চগড়

পঞ্চগড় জজ কোর্টের সামনের মহাসড়ক থেকে জেলা জামায়াতের আযোজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জামাযাতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রাটারি মাওলানা মো: দেলোয়ার হোসাইন, শহর আমির মাওলানা জয়নাল আবেদিন, পঞ্চগড় জেলা কর্মপরিষদের সকল নেতৃবন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে শহরের মুক্ত মঞ্চে সমাবেশ অনুস্ঠিত হয়। সমাবেশে জেলা জামাযাতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রাটারি মাওলানা মো: দেলোয়ার হোসাইন বক্তব্য রাখেন।

জেলা আমীর অধ্যাপক মাও: ইকবাল হোসাইন ফিলিস্তিনের উপর ইসরাঈলের বর্বর গণহত্যার তীব্র নিন্দা জানান ও ইসরাঈলীদের পণ্য বন্ধের দাবি জানান এবং অবিলম্বে যুদ্ধ বন্ধে জাতিসংঘ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কটিয়াদী (কিশোরগঞ্জ)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে তৌহিদী জনতার উদ্যোগে ০৭ ই এপ্রিল সোমবার বিকালে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কটিয়াদী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতী এম এ কামাল উদ্দিন, মাও. তাফাজ্জল হক রাশেদী, মুফতী শফিকুল ইসলাম, মাও. আব্দুল্লাহ, মাও. আল-হাবিব, ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবু প্রমুখ।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, ‘ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ সহ নানা স্লোগান দেন।

বক্তাগণ বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরাইলী হামলায় মানবতার চরম বিপর্যয় ঘটছে। অথচ বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে। ইসরাইলী বর্বর হামলা বন্ধ করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে একযুগে হামলার মোকাবেলা করার জন্য ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়। ইসরাইলী সকল পণ্য বয়কট এবং গাজায় গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানেরও আহ্বান জানান।

বাঘা (রাজশাহী)

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌরসভার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন নিমতলা জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে শাহদৌলাহ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। উপজেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন (নূহু) সভাপতিত্বে ও সাবেক পৌর আমির সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, নায়েবে আমির আব্দুল লতিফ প্রমুখ। বক্তারা বলেন, ‘শতাব্দীকালব্যাপী ইসরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবারর রমজান মাসে কাপুরুষের মতো নিরীহ ফিলিস্তিনীদের ওপর হামলা চালিয়ে হাজারো নারী ও শিশু হত্যা করেছে। ঈদের দিনেও তারা হত্যাযোগ্য চালিয়ে শিশু হত্যা করেছে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘে প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবে।

জামালপুর

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে জামালপুর জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেইট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধানসড়ক পদক্ষেণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ উত্তর সমাবেশে জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা আমির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, শহর আমীর খন্দকার মুকাদ্দাস আলী, সদর আমীর হাফেজ শরীফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়ার সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহর সেক্রেটারি মেজবাহুর রহমান কাউসার সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, অনতিবিলম্বে গাজায় গণহত্যা হামলা বন্ধ করতে হবে, জাতিসংঘের অধীনে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার বিচার করতে হবে। আজ সারা বিশ্বের মানুষ ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের পণ্যের তালিকা করে সেসব পণ্য অর্জন করতে হবে। সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আলাদা জাতীয় সংগঠনের আহ্বান জানান।

পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতার ব্যানারে ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ছাত্রজনতা এবং বিকেলে থানা মসজিদ থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ এবং সেখানে চলমান হামলা শুধু ওই অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও মাওঃ আব্দুল খালেকের সঞ্চালনার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমির উপাদ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম, কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মুমিন সানা, শেখ কামাল হোসেন, এ্যাডঃ আঃ মজিদ, উপজেলা নায়েবে আমির মাওঃ বুলবুল আহম্মেদ, পৌর আমীর ডাঃ আসাদুল ইসলাম প্রমুখ।

অপর দিকে পাইকগাছা সরকারি কলেজ থেকে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল পরবর্তী জিরো পয়েন্টে সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, ছাত্র শিবিরের তামিম রায়হান, আল মামুন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরিন, শামীম আহমেদ, জিনারুল ইসলাম, আল শাহরিয়ার রুম্মান, সাইফুল্লাহ গাজী, রায়হান হোসেন, শাহাজাহান হোসেন তামিম, একরামুল হোসেন, জাকির হোসেন, আরাফাত হোসেন, আরাফাত গাজী, শিহাব, ফয়সাল, নাঈম, আব্দুল খালেক, সাইফুল্লাহ নয়ন, কাজী তানভীর হোসেন, সিজান, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, তানভীর, সাদমান, লাবিব, তাসকিরুল সাকিব বক্তৃতা করেন। এসময় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি ও আবুল হোসেন, জামিনুর রহমান রানা বিক্ষোভ মিছিলে শরিক হোন।

নাইক্ষ্যংছড়ি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে

নাইক্ষ্যংছড়ি উপজেলা মুসলিম তওহীদি জনতা ও জামায়াত ইসলামী। সোমবার (৭ এপ্রিল) আছরের নামাযের পরে বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাইক্ষ্যংছড়ি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানসহ মানবিক মানুষদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আহ্বান জানান।

এসময় বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান করেন। সমাবেশে বক্তব্য দেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য-প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর, হাজী এম,এ কালাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও য়া ম রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা সাদেক হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আমীর মাষ্টার আব্দুর গফুর, উপজলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুর সাদেক, হাজী এম এ কালাম সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুবাহানী, দারুসসুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন ফারুকী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনিপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে সাথে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে।

ত্রিশাল (ময়মনসিংহ)

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলার উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার বিক্ষোভ মিছিলটি গো-হাটা মোড় থেকে শুরু হয়ে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল সরকারী নজরুল কলেজ গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার নায়েবে আমীর ত্রিশাল আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল। এসময় আরও উপস্থিত ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর আ.ন.ম. আব্দুল্লাহীল বাকী নোমান, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

মুন্সিগঞ্জ

ফিলিস্তিনী ইজরায়েলের বর্বর রচিত হামলার ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ই এপ্রিল)বিকাল ৫টায় জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী নেতৃত্বে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে হতে শুরু হয়ে সুপার মার্কেট, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, কাচারি শিল্পকলা একাডেমী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি, জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস ছালাম, মাওলানা এ কে এম ইউসুফ মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির মুহাম্মদ নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, সিরাজদিখান উপজেলার আমির মো: কবির হোসেন, গজারিয়ায় উপজেলার আমির মাওলানা নুরে আলম, টুংগীবাড়ী উপজেলার আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, পদ্মা থানা আমির মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামি ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো আল আমিন প্রমুখ।

বেনাপোল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে যশোরের স্থল বন্দর বেনাপোলে জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও পথ সভা আয়োজন করে।

বেনাপোল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী শার্শা থানা শাখা আমির রেজাউল ইসমসল,বেনাপোল পোট থানা শাখার সেক্রেটারি মাওলানা ইউছুফ আলি,বেনাপোল পৌর শাখা কমিটির আমির আব্দুল জলিল,পৌর শাখা কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম,

বেনাপোল থানা বিভাগের সেক্রেটারি মাওলানা রেশাসাত আলি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জারিদুল ইসলাম সহ প্রমূখ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ হামলা বন্ধের দাবি করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনীদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরাইলী বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন, হেফাজতে ইসলাম, ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনসহ ধর্মপ্রাণ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেণ। বিক্ষোভ মিছিলটি ভোলাহাট কলেজ মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ভোলাহাট উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলামের সেক্রেটারি ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমান, হাফেজ মাওলানা কাবিরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা ফিলিস্তিনে জায়নবাদী ইসরাইলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশর রাষ্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিনের সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

হাটহাজারী (চট্টগ্রাম)

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) বিকাল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে রাখেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোঃ আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়ািব চৌধুরী,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, হাটহাজারী পৌরসভা আমির মাষ্টার মাহমুদুল করিমসহ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মজলুম ফিলিস্তিনীদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহীদদের রক্তের পথ ধরেইইসলাম এবং মুসলমানদের বিজয় হবে এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরাইলী বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে হাজার হাজার নিরাপরাধ গাজাবাসীকে হত্যা করেছে। মূলত ইসরাইলী বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। গাজায় ইসরাইলী হামলা যুদ্ধাপরাধ। বর্বর হামলার জন্য ইসরাইলী বাহিনীকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে।

সমাবেশ থেকে অবিলম্বে গাজায় ইসরাইলী হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পরে বাদ আসর হাটহাজারী ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটহাজারী পৌরবাজার দিয়ে বাসস্ট্যান্ড ঘুরে রাঙ্গামাটি সড়ক অতিক্রম করে কলেজ গেট যায় এবং সেখান থেকে আবার কাচারী সড়ক দিয়ে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।

চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভা।

চান্দিনা পৌরসভার মোকামবাড়ি থেকে মিছিল টি শুরু হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ করে চান্দিনা বাস স্টেশনে এসে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হেকিম ভূঁইয়া। মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার সহ জামায়াত ও শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

ফুলতলা

ফিলিস্তিনে দখলদার ইসরাইয়েলের অব্যাহত গণহত্যা ও নির্বিচারে হামলার প্রতিবাদে সোমবার বিকালে ফুলতলায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ গাওসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারি মাওঃ সাইফুল হাসান খান, জামায়াত নেতা শেখ আলাউদ্দিন, ড. মাওঃ আজিজুল হক, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ হুসাইন আহমেদ, উপজেলা শিবির সভাপতি আঃ রহিম খান, জামায়াত নেতা ইঞ্জিঃ শাব্বির আহমদ, মাষ্টার মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম মোল্যা, মাওঃ মোস্তাফিজুর রহমান, হাফেজ আলামিন গাজী, যুবনেতা মোঃ হাবিব বিশ্বাস, জুলহাস আহমেদ প্রমুখ। এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ সজিবুজ্জামান রাহুল এর নেতৃত্বে অনুরুপ এক মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে, স্বেচ্ছাসেবী ফোরাম ফুলতলা উদ্যোগে ইসরাইলের পণ্য বর্জনের ডাক দিয়ে ফেস্টুন, প্লাকার্ড প্রদর্শন ও গ্রাফিতি অঙ্কন করেন। এছাড়া নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে ফুলতলা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা গ্লোবাল স্ট্রাইক পালন করেন।