বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা।
ইসলামী ছাত্রশিবির উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও উত্তর শাখার সভাপতি কাউছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ এমদাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মাদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ ও শুভেচ্ছা বক্তব্য দেন শিবিরের বিভিন্ন থানা শাখার সভাপতিবৃন্দ।
পুরস্কার বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) নাজনীন সুলতানা, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা প্রমুখ।