গাইবান্ধা সংবাদদাতা: দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১ অক্টোবর বেলা ১২ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়ানো হয় । পৌর বিএনপির আহব্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল। পরে বিকেল পনে ৩ টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
গ্রাম-গঞ্জ-শহর
গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।