কুষ্টিয়ার কুমারখালীতে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ নবেম্বর শনিবার শহরের সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কুমারখালী উপজেলা শাখা।

সকাল থেকে জেএন মাধ্যমিক বিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয় কুরআন প্রতিযোগীতা, এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক ক্ষুদে হাফেজ শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দুপুরে পুরস্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফেজ মঈন উদ্দিন।

হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কুমারখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানার অফিসার্স ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান।

প্রধান মেহমান ছিলেন হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর খুলনা বিভাগীয় পরিচালক (যশোর এলাকা) হাফেজ মাওললানা আবু সুফিয়ান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওললানা আবু সুফিয়ান।