জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ‘জুলাই দ্রোহ’ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখা। গতকাল শুক্রবার বাদ জু’মা নগরীর সালাহউদ্দিন মোড় থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল। ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও সাবেক কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি কামরুজ্জামান সোহেল এবং সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানের একবছর পূর্ণ না হতেই একটি শ্রেণি জুলাইকে অস্বীকার করার পায়তারা করছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই কোন একক দলের নয় জুলাই এদেশের সকল মানুষের। সুতরাং জুলাই নিয়ে কোন তালবাহানা চলবে না, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার করতে হবে। তা না হলে ২৪ সালে ১১ জুলাইয়ে পুলিশের হামলার পরে সারা দেশে যেভাবে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল ঠিক সেরকমভাবে কুমিল্লা থেকেই নতুন আন্দোলনের সূচনা হবে।