দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। আজ পবিত্র জুমার দিন ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বারের নেতৃত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের একদল সক্রিয় নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার বাদ জুমা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মনিরুজ্জামান বাহলুল। তিনি নবাগত নেতা-কর্মীদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের সংগঠনে স্বাগত জানান। যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, সুশৃঙ্খল গঠনতন্ত্র এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে বর্তমান মেম্বারের নেতৃত্বে এই বড় দলটি বিএনপির রাজনীতি ছেড়ে ইসলামী আন্দোলনের পতাকাতলে আসার সিদ্ধান্ত নেয়।অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে জনাব মনিরুজ্জামান বাহলুল বলেন “ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে যারা আজ আমাদের সাথে শামিল হয়েছেন, তাদের আমি মোবারকবাদ জানাই। আমরা সবাই মিলে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। আপনাদের এই যোগদান এই অঞ্চলের ইসলামী আন্দোলনকে আরও বেগবান করবে।” অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ মই গণযোগদানের ফলে দৌলতপুর ইউনিয়নসহ পুরো দাউদকান্দি এলাকায় জামায়াতের সাংগঠনিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।