মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) : বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাকে ‘ডিজিটাল শিক্ষা ও সেবা এবং মডেল উপজেলা’ হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে অনগ্রসর এই জনপদের সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ২৫ নভেম্বর এ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর এই বিষয়ে তথ্য চেয়ে জেলা প্রশাসককে পত্র দেয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ৫ জানুয়ারী তথ্য চেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেয়।
ইউএনও কার্যালয় থেকে জারি করা একটি পত্রে এ তথ্য জানা গেছে। আলীকদমকে ‘ডিজিটাল শিক্ষা ও সেবা এবং মডেল উপজেলা’ হিসেবে রূপান্তরের জন্য আবেদন ২০২৪ সালের ২০ নভেম্বর সরকারের কাছে আবেদন করেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)। এরপর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আবেদনের নিরিখে উদ্যোগ নেওয়া হয়।
২৫ নভেম্বর ইউএনও স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ডিজিটাল সবুজ শিক্ষা ও সেবা নগরী এবং মডেল উপজেলা হিসেবে রূপান্তরের লক্ষ্যে এ পত্রের মাধ্যমে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের নিকট থেকে সুনির্দিষ্ট কিছু সেবার মানোনয়নের জন্য মতামত ও তথ্য চাওয়া হয়েছে। প্রস্তাবিত মডেলে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয় থেকে সহজে নাগরিক সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
আবেদনকারী মো. মহিউদ্দিন (বন্ধু) জানান, আলীকদম উপজেলা সম্প্রতি কলেজ শূন্যতার আক্ষেপ ঘুচিয়ে 'আলীকদম কলেজ' প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চ শিক্ষার পথে পা বাড়িয়েছে।ঠিক এই সময়েই উপজেলাকে ডিজিটাল মডেলে উন্নীত করার উদ্যোগ শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত মডেল উপজেলা প্রকল্প সফল হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও সরকারি সেবা গ্রহণে আরও বেশি সুবিধা পাবে।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, ডিজিটাল শিক্ষা ও সেবা প্রবর্তন এবং মডেল উপজেলা হিসেবে ঘোষণার চূড়াান্ত প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর পূর্বে স্থানীয়দের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই উদ্যোগের সফলতা আলীকদমকে পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর এলাকার উনয়নে একটি রোল মডেল হিসেবে স্থাপন করতে পারে। পত্রটি পর্যালোচনা করে জানা যায়, এই উদ্যোগটি আলীকদম উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত একটি ইতিবাচক পদক্ষেপ, যা তথ্যপ্রযুক্তি ও সুশাসনের মাধ্যমে সেবার মান উন্নত করে স্থানীয় জনগণের জীবনযাত্রায় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।