গাজীপুরের টঙ্গী টিএন্ডটি কলোনি এলাকার আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি মোহেববুল্লাহ মিয়াজীকে ঘিরে আবারও নতুন ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তিনি লুঙ্গি পরিহিত ও খালি গায়ে নিজ বাসা থেকে বের হয়ে স্থানীয়দের সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন। এতে এলাকায় তাৎক্ষণিকভাবে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, খতিব মিয়াজী আশপাশের লোকজনের দিকে তেড়ে যান এবং রাস্তার দিকে এগোতে চাইলে স্থানীয়রা দ্রুত পরিস্থিতি সামাল দেন। পরে তারা চ্যাং দোলা করে তাকে নিরাপদে নিজ বাসায় ফিরিয়ে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ খতিব সাহেবের হারিয়ে যাওয়া কালো পাগড়ি ও টুপি মহানগরের মীরের বাজার এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ঘটনাকালীন সময়ে এসব সামগ্রী পড়ে গিয়েছিল। উদ্ধার করা পাগড়ি ও টুপি পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা টিএন্ডটি কলোনি এলাকা পরিদর্শন করেন এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খতিবের শারীরিক ও মানসিক অবস্থার ওপর চিকিৎসক ও পরিবারের সঙ্গে সমন্বয় করে নজর রাখা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, মোঃ জাহিদুল হাসান বলেন,
ঘটনাটি আমরা সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, তাই গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে তার সম্মানহানি করা অনুচিত। চিকিৎসা ও পারিবারিক সহায়তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। সবাইকে শান্ত, সংযমী ও সহনশীল থাকার অনুরোধ জানাই।
এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।