বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রবিবার (১৯ অক্টোবর) পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ফ্যাসিস্ট মুক্ত ব্রি চাই, সমৃদ্ধির জন্য ধান—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্রির প্রধান প্রাঙ্গণ। একপক্ষ দাবি করছে, প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের ওপর শ্রমিক নেতা আনোয়ার হোসেন হামলা চালান, অপরপক্ষের দাবি, উল্টো আনোয়ার হোসেনকেই কর্মকর্তারা মারধর করেছেন। পরস্পরবিরোধী এই অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানজুড়ে এখন অস্থিরতা বিরাজ করছে।
ঘটনার সূত্রপাত ৬ অক্টোবর ব্রির বরিশাল আঞ্চলিক কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম গাছ কেটে গ্যারেজ নির্মাণের বিষয়ে শ্রমিক আনোয়ার হোসেনকে প্রশ্ন করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি হাতাহাতিতে রূপ নেয়। এর পরপরই দুই পক্ষের মধ্যে বিভাজন তৈরি হয়।
অভিযোগ রয়েছে, শহিদুল ইসলামকে মারধরের পর শ্রমিকদের একাংশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। অন্যদিকে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়Ñপ্রকৌশলী শহিদুলই প্রথমে আনোয়ারের ওপর হামলা চালান, যার প্রতিবাদে তারা বিক্ষোভে নামতে বাধ্য হন।
কর্মকর্তা পক্ষের অভিযোগে বলা হয়, আনোয়ার নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, খামার বিভাগের একটি কক্ষ দখল করে ব্যক্তিগত গুদাম বানিয়েছেন এবং টেন্ডার কাজে ভয়ভীতি প্রদর্শন করেন। তারা দাবি করেন, শহিদুল ইসলামের ওপর হামলা ছিল পরিকল্পিত ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।
অন্যদিকে, শ্রমিক ইউনিয়নের অভিযোগÑদীর্ঘদিন ধরে কিছু কর্মকর্তা শ্রমিকদের হয়রানি ও প্রভাবিত করার চেষ্টা করছেন। তারা বলেন, আনোয়ার হোসেনের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে, অথচ উল্টো তাকেই বদলি করা হয়েছে—এটি নিপীড়নের অংশ। ঘটনার জেরে ব্রি কর্তৃপক্ষ নিয়মিত শ্রমিক আনোয়ার হোসেনকে বদলি করে গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করেছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রি মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। প্রাথমিক তদন্তে যিনি দায়ী প্রমাণিত হবেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার প্রকৌশলী শহিদুল ইসলামকে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে।
তিনি আরও জানান, কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতিকে আশ্বস্ত করা হয়েছে যে, প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় প্রশাসন নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।
দুই পক্ষের বিক্ষোভ ও মুখোমুখি অবস্থা:
রবিবার সকাল থেকেই একদিকে কর্মকর্তা কল্যাণ সমিতির ব্যানারে অডিটরিয়ামে প্রতিবাদ সভা, অন্যদিকে শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে স্লোগান দেয়, ফলে পরিস্থিতি কয়েক দফা উত্তপ্ত হয়ে ওঠে।