ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপির এক নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা । সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ধামরাই উপজেলা কাওয়ালীপাড়া বাজারে সিএনজি পরিবহনে কুশুরা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খোকন ও ছানোয়ার হোসেন ওরফে পান ছানু মিলে চাঁদাবাজি করে আসছিল। সেই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপির নেতা ডা: ইসমাইল হোসেন (৬০) উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে খোকন ও ছানু বাহিনী। এসময় বিএনপির নেতার আতচিৎকারে লোকজন চলে আসলে চাঁদাবাজ শ্রমিকলীগ নেতা পালিয়ে যায়। পরে আহত ইসমাইল হোসেন কে হাসপাতালে ভর্তি করেন। বিএনপির নেতার উপর হামলা চালিয়ে বীরদর্পে এখন ও দাপিয়ে বেড়াচ্ছে সেই শ্রমিকলীগ নেতা খোকন ও তার বাহিনী। উল্লেখ্য থাকে যে শ্রমিকলীগ নেতা খোকন কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপর হামলার ও ভাংচুরের আসামী। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁদাবাজির প্রতিবাদ করায়
ঢাকার ধামরাইয়ে পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপির এক নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা । সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ধামরাই উপজেলা কাওয়ালীপাড়া বাজারে সিএনজি পরিবহনে কুশুরা ইউনিয়ন শ্রমিকলীগের