মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদখালী ইউনিয়নের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সভাপতি আবু সাঈদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ৩ মঠবাড়ীয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ।

শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত সন্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারি আবুল বাশার, আলহাজ্ব ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান হোসেন আকন ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা সাবেক সভাপতি দ্বয় মেহেদী হাসান এবং ইলিয়াস মৃধা, অধ্যক্ষ মনজুরুল হক, মাওঃ মোঃ শাহআলম ইউপি সদস্য শামীম মিয়িজি প্রমুখ।

প্রধান অতিথি আঃ জলিল শরীফ তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে সকল মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।