হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে ব্রিক ফিল্ড মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য নতুন এ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন শিমুল (MBW/CBM2) এবং সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদুল ইসলাম (MF/SAB)। সহ-সভাপতি পদে জাহেদুল ইসলাম (CBM1), কামাল উদ্দিন (NAB), মোহাম্মদ ইলিয়াস (SAB/NBM) এবং মোহাম্মদ আজম উদ্দিন (CBM) নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে এমরান চৌধুরী (SBC), সিনিয়র যুগ্ম সম্পাদক পদে কামরুদ্দিন নাহিদ (BB), সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ সিরাজুল ইসলাম (NBM) ও মুহাম্মদ হেলাল (MBC), অর্থ সম্পাদক পদে মুহাম্মদ গিয়াসউদ্দিন (GHB), সাংগঠনিক সম্পাদক পদে অদিম শাহ (NBF) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ ইমাম (JBF), প্রচার সম্পাদক পদে কাজী সাখাওয়াত (KBC) নির্বাচিত হয়েছেন।

সমিতির নবনির্বাচিত সভাপতি শাখাওয়াত হোসেন শিমুল এবং সাধারণ সম্পাদক এমরান চৌধুরী হাটহাজারীর ব্রিক ফিল্ড খাতকে আরও সুসংগঠিত ভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।