রাজশাহীতে ইন্টারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত তুফান (২৪) নগরীর সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে। পুলিশ জানায়, তুফান রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সন্ধ্যা ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।