চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা শহরে একরাতে ছয়টি দোকানে চুরি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময় ধরে এসব দোকানে চুরির ঘটনা ঘটে। সকালে শহরের ব্যবসায়ীরা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দোকানে গিয়ে দেখেন দোকান ঘরের ভেন্টিলেটার কেটে ও সাটার ভেঙ্গে এসব দোকান থেকে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা শহরের মহেশপুর সড়কের দোকানগুলো বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যায়। বুধবার সকালে ব্যবসায়িরা দোকানে এসে চুরির বিয়টি দেখতে পায়। চোরেরা আলম স্টোর, মুজিদ স্টোর ও হাজরাখানা স্টোরের ভেন্টিলেটার কেটে দোকানের ভিতরে প্রবেশ করে নগদ প্রায় ১ লাখ টাকা ও মালামাল নিয়ে যায়। বধুয়া বস্ত্রালয়, নাহিদ ক্লোথ স্টোর এবং শামিম কালেকশন এর সাটার ভাঙ্গে চোরেরা। এদের মধ্যে শামিম কালেকশন থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

চোরেরা ছয়টি দোকান থেকে প্রায় তিন লাখ টাকা ও মালামাল চুরি করেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলম স্টোরের মালিক আলম কুমার জানান, রাত ১০ টা ২ টার মধ্যে তার দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে তার ধারণা। তার দোকান থেকে নগদ প্রায় ৪০/৫০ হাজার টাকা সহ বেশ কিছু সিগারেট নিয়ে গেছে। হাজরাখানা স্টোরের মালিক জানায় তার দোকান থেকেও একই পরিমান চুরি হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভোরে একটি দোকানে চুরির দৃশ্য দখা যায়।