বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) বিকেল বাদ আসর গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে বিগত জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনের চরম দুঃসময়ে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ স্মরণে ও আহত-পঙ্গুদের সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর শাখার আমীর অধ্যাপক জামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কর্মপরিষদ সদস্য মাওলানা শাখাওয়াত হোসেন, অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, জালাল উদ্দিন, মাওলানা আব্দুর রব গাজী, সদর থানা সেক্রেটারি মোঃ রবিউল হক প্রমুখ।

দোয়া মাহফিলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিল।

বক্তারা শহীদদের আত্মত্যাগের গৌরবগাথা তুলে ধরে বলেন, “জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যবিরোধী এক সংগ্রাম, যা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে।

দোয়া পরিচালনা করেন মাওলানা শাখাওয়াত হোসেন। তিনি শহীদদের মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা এবং জাতির মুক্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।