সাতকানিয়া সংবাদদাতা : বিগত সময়ে উন্নয়নের নামে হরিলুট হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, প্রকৃত অর্থে সার্বিক উন্নয়নের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন।
গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় উপস্থিত ছিলেন—কলাউজান জামায়াতের আমীর ডা. ছিদ্দিক আহমদ, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমীর মাস্টার নাজিম উদ্দিন, বাইতুল মাল সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, কলাউজানের পীর মাওলানা আহমদ কবির, মাওলানা গোলাম রাসুল কমরী, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন মোহাম্মদ তারেক বিন কবির ও ছদাহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন জিহাদীসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ গণসংযোগে তিনি উত্তর কলাউজান ৩ নম্বর ওয়ার্ড, রাবার ডেম স্টেশন, শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, উত্তর কলাউজান ২ নম্বর ওয়ার্ড নিজতালুক, নিজতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজির দীঘির পাড় শাহ মজিদিয়া কিন্ডারগার্টেন মাদরাসা, পূর্ব কলাউজান ৭ নম্বর ওয়ার্ড নয়া হাট, প্রকাশ কানুরাম বাজার স্টেশন, পূর্ব কলাউজান ৯ নম্বর ওয়ার্ড আদারচর স্টেশন ও তিতার চর স্টেশন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় শতশত গ্রামীণ জনতা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।