ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এর ভাওয়াল সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির আচরণ বিধিমালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি নির্বাচনী প্রচারণা, ব্যয় নিয়ন্ত্রণ, সভা-সমাবেশ, পোস্টার-ব্যানার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার নিষিদ্ধকরণসহ আচরণ বিধিমালার প্রাসঙ্গিক ধারাগুলো ব্যাখ্যা করেন।

মতবিনিময় পর্বে জেলা প্রশাসক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সকলকে আইন ও বিধির প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত প্রার্থীরা আচরণ বিধিমালা সম্পর্কে দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।