চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গত বুধবার বিকাল ৪ টার সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমারি ইউনিয়নের যাদবপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনীয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন- কৃষি প্রধান দেশ হিসেবে আমরা সবায় আমাদের ন্যায্য অধিকারটুকু পাইনি, সকল সরকারই আশার স্বপ্ন দেখায়। সার নেয়ার সময় লাইন দিয়েও সার পাওয়া যায় না। আমাদেরকে একটি বারের জন্য সুযোগ দিন আমরা আপনাদের পাওনা বুঝিয়ে দিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, জেলা শ্রমিককল্যাণের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, ইউনিয়ন আমীর আবুবকর সিদ্দিক। সমাবেশ শেষ করে যাদবপুর, শ্যামপুর, দীঘলডাঙ্গা, পারদূর্গাপুর ও ইন্দিরাপাড়ার অফিস উদ্বোধন এবং গণসংযোগ করা হয়।