গতকাল সোমবার দুপুর দেড়টা পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোটপ্রদান করেছেন। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন প্রবাসী ভোটপ্রদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। ইতোমধ্যে ১৯ হাজার ৩৮৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর নিকট ব্যালট প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণকারী প্রবাসীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন।