বাংলাদেশের ফটোগ্রাফি জগতে ইসলামিক ক্ষেত্রে প্রতিভাদের মধ্যে একজন রাজু আহমেদ। গত দশ বছর ধরে তিনি পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন এবং দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোতে তার তোলা ছবি প্রকাশিত হয়েছে।তার অভিজ্ঞতা,চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হলো আমাদের সঙ্গে।

প্রশ্ন: আপনার ফটোগ্রাফি ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? রাজু আহমেদ: ফটোগ্রাফির প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল।প্রথম দিকে শখের বসে ছবি তুলতাম,যখন গ্রামে ছিলাম তখন মোবাইল দিয়ে শুরু করি। পড়ালেখার জন্য ঢাকায় আসার পর ধীরে ধীরে এটি আমার পেশায় পরিণত হয়। প্রায় ১০ বছর আগে আমি পেশাদারভাবে ফটোগ্রাফি শুরু করি। প্রথমদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় কাজ করতাম। শিল্পকলা একাডেমিতে প্রায় ৩ বছর কাজ করি। সেখান থেকে আমাকে ৩ বছরের অভিজ্ঞতা সনদ প্রদান করা হয়। পরবর্তীতে সময়ে ফটোগ্রাফি পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এর কিছু সময় পর ২০১৭ সালে সরকারী প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাই। এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের ফটোগ্রাফার হিসেবে কাজ করছি। প্রেস বিজ্ঞপ্তি