আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। গত তারিখে ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সার্বিক দিক-নির্দেশনায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়েছে। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি, প্রায় ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তি এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
ক্যাম্পেইন চলাকালে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রমটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকা- অব্যাহত থাকবে।