মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। ৮ই জানুয়ারী সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ করলেন- কক্সবাজার জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ। এসময় স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ কালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন

অবসরে গেলেন পঞ্চগড়ে করোনা যোদ্ধা হাসিবুর রহমান শাহ লাবু

পঞ্চগড় সংবাাদদাতা: পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগের জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু চাকুির জীবন থেকে অবসর গ্রহণ করেছেন।

করোনার সময় একেবারে সামনের সারিতে থেকে তিনি পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তার অবসরজনিত কারণে বিদায় বেলায় জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাগণ হাজির হয়েছিলেন পঞ্চগড় সিভিল সার্জন অফিস হলরুমে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান।