ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে চূড়ান্ত মনোনীত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমান। গতকাল রোববার পুঠিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নতুন প্রার্থী।
এদিকে নতুন প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, সম্প্রতি কেন্দ্রীয় সংগঠন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে প্রার্থিতা পরিবর্তন করেছে। আমি কেন্দ্রীয় সংগঠনের এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট চিত্তে পূর্ণ আনুগত্য ও সমর্থন পোষণ করছি। এই আসনে পরিবর্তিত নতুন এমপি প্রার্থী মাওলানা মনজুর রহমান ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার জন্য সকলেই প্রাণপণ চেষ্টা করবেন বলে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নতুন প্রার্থী মাওলানা মনজুর রহমান বলেন, ‘আজ পুঠিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। পুঠিয়া, দুর্গাপুর বাসী সহ সমগ্র দেশবাসীর নিকট দোয়া কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন, সকল স্তরের মানুষের পাশে থেকে, তাদের সেবা করার তৌফিক দান করুন। সকলের খাদেম হিসেবে, সেবক হিসেবে কবুল করেন। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে, একটি ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করতে ভূমিকা রাখতে পারী। যেখানে থাকবে না, কোনো চাঁদাবাজি, জুলুম, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাসী, সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি সুন্দর সোনার বাংলা উপহার দিতে চাই’। এদিকে গতকাল জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে রাজশাহী-৫ সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দলের কেন্দ্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে পুঠিয়া উপজেলা আমীর জনাব মাওলানা মুনজুর রহমানকে রাজশাহী-৫ সংসদীয় আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।