কুমিল্লায় বিনামুল্যে গরিব অসহায় মানুষের জন্য মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরী।
শনিবার সকাল ৮টায় পিটিআই ইনস্টিটিউট ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি সভাপতি আ.হ.ম তাইফুর আলম, কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মু. এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, যুববিভাগ কুমিল্লা মহানগরী সভাপতি কাজী নজির আহমেদ, কুমিল্লা মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুজিবুর রহমান। ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মো: মুহিবুর রহমানসহ আরো অনেকে।
মেডিকেল ক্যাম্পে ফ্রি প্রেসক্রিপশনের পাশাপাশি ব্লাড প্রেসার, গ্লুকোজ টেস্টসহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই। আল্লাহ যদি সহায় হন এবং জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যথেষ্ট সক্ষমতা রয়েছে।
কুমিল্লা-৬ আসনের মানুষের পাশে জামায়াতে ইসলামী সব সময় থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।