তিন বছরের বেশি সময় পর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্সচেঞ্জটির নতুন এমডি হিসেবে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ারকে এ পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ডিএসইতে এমডি হিসেবে দায়িত্ব পালন করেছে তারিক আমিন ভূঁইয়া। তিনি ২০২১ সালে ২৫ জুলাই থেকে ২০২২ সালের ২৩ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর থেকে ডিএসই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে চলছে।