ঝিনাইদহ সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন- সদস্যদের সম্মানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ জামায়াতের আলহেরা অফিস কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আবু হানিফ, উপজেলা সেক্রেটারি আলী আহসান, উপজেলা নির্বাচন কমিশনার ডাঃ আকবার হোসাইন, শহিদুল ইসলামসহ উপজেলার সকল রোকন সদস্যগণ।