গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাক-রাকাব প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়। ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে রাকাব ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করে বলে জানা যায়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার আহসান কবীর। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ইনোভেশন টিমের সদস্য সচিব ফরিদা ইয়াসমিন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইনোভেশন অফিসার কাজী আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার, প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ, ইনোভেশন টিমের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনগণের সেবাদানের প্রক্রিয়াকে সহজীকরণের প্রতি গুরুত্বারোপ করেন। বিশে^র সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে সময় ও খরচ বাঁচিয়ে গ্রাহক যেন ঘরে বসেই সেবা লাভ করতে পারেন সেই বিষয়ে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে রাকাব’র ৬টি উদ্ভাবনী উদ্যোগ প্রশংসিত হয় এবং এর মধ্য থেকে একটি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত করা হয়।