“ইয়িলিক এলি উজাতানা দুয়া এলি আচিলির”—অর্থাৎ যে হাত সাহায্যের জন্য বাড়ে, তার জন্য দোয়ার দরজা খুলে যায়, মানবিক এই দর্শনকে সামনে রেখে ইউরোপ এইড ফাউন্ডেশন (Europe Aid Foundation – Avrupa Yardım Vakfı) বাংলাদেশে বাস্তবায়ন করছে ‘প্রতিবন্ধীবান্ধব জীবনের জন্য হুইলচেয়ার প্রকল্প’। গাজীপুর- ৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমানের মানবিক উদ্যোগে এ প্রকল্পের ২০২৫ সালের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো গাজীপুরের টঙ্গীতে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন স্কুল মাঠে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মানবিক সেবার কোনো ভৌগোলিক সীমা নেই। সমাজের একজন মানুষও যখন অধিকার থেকে বঞ্চিত থাকে—তখন পুরো সমাজই উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে। আমরা বিশ্বাস করি, বৈষম্য–মুক্ত সমাজই একটি রাষ্ট্রকে সমৃদ্ধির পথে এগিয়ে দেয়। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হলে দেশি–বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নাগরিক নিরাপত্তা সুদৃঢ় হবে।তিনি আরও বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য একটি হুইলচেয়ার শুধু উপহার নয়—এটি তাদের স্বাধীনভাবে চলাচল, শিক্ষা গ্রহণ, কর্মজীবনে যুক্ত হওয়া এবং সমাজে আত্মমর্যাদা নিয়ে বাঁচার দ্বার উন্মুক্ত করে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজকে আরও সহানুভূতিশীল ও ন্যায়ভিত্তিক করে তোলে।

সভাপতির বক্তব্য গাজীপুর–৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, রাজনীতি কেবল ক্ষমতার নয়—মানুষের কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও মানবিক উন্নয়নের দায়িত্ব। আমরা চাই—সমাজের কোনো পরিবার যেন অবহেলায় কষ্টে না থাকে। দায়িত্ব পেলে প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, আজকের এই হুইলচেয়ার বিতরণ শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছানোই আমাদের লক্ষ্য। জনগণের ভালোবাসা, সমর্থন এবং আস্থাই আমাদের শক্তি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— মহানগর জামায়াতের দপ্তর সম্পাদক আবু সিনা নূরুল ইসলাম মামুন, গাছা থানা জামায়াতের আমীর নিয়াজ উদ্দিন মাস্টার, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, মহানগর জামায়াত নেতা নিয়ামত উল্লাহ শাকের প্রমুখ।

শেষে ড. হাফিজুর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী, চলাচলে অক্ষম এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল অক্ষম অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার তুলে দেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে বহু পরিবার এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।