পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদী শহরের হাজীপুর মদিনা ওয়ার্কসপের সামনে মোজাম্মেল হক (২৪) নামে একজন কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরশবরদী ইউনিয়ন এর পল্লবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। নরসিংদী বাজারের সি এন্ড বি রোডে তার কাপড়ের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান ব্যবস্থার সুবাদে সে হাজীপুরে ভাড়ায় বসবাস করতেন। ২০ আগস্ট রবিবার সকাল আনুমানিক ১০ টার দিকে সে ফারুক মোল্লার মোরে দাঁড়িয়ে থাকাবস্থায় কাউছার নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে তার ঘাড়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পড়ে স্থানীয়রা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।