DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ

তাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) অসুস্থ সন্তানের জন্য মঙ্গলবার রাত ৯টায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু এপিএম মতিউর রহমান ছুটি না দিয়ে তার পরিচয়পত্র রেখে দেন এবং কারখানা থেকে বের করে দেন।

অনলাইন ডেস্ক
Screenshot_1

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে আন্দোলন শুরু করে, যা পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে রূপ নেয়।

মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) অসুস্থ সন্তানের জন্য মঙ্গলবার রাত ৯টায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু এপিএম মতিউর রহমান ছুটি না দিয়ে তার পরিচয়পত্র রেখে দেন এবং কারখানা থেকে বের করে দেন। বাধ্য হয়ে বাড়ি ফেরার পর বুধবার সকালে কাজে যোগ দিতে আসার পথে ৫টা ৪০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

এই মৃত্যুর পর কারখানা কর্তৃপক্ষ বিভ্রান্তিকর মন্তব্য করে দাবি করে যে, তামান্না তাদের কারখানার শ্রমিক নন। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভে ফেটে পড়েন।

শ্রমিকরা দাবি তুলেছেন—কারখানার ডিউটি টাইম সকাল ৬টার পরিবর্তে ৭টা করা হোক। বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া এবং ইফতারের পর কোনো ডিউটি না রাখা। ঈদের ছুটি ১০ দিন নিশ্চিত করা। চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করা। পর্যাপ্ত সংখ্যক ফেস পাঞ্চ মেশিন স্থাপন করা।

শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে শ্রমিকরা এখনো তাদের দাবিতে অনড় রয়েছেন।