সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডে এক মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়নগঞ্জ ৪ আসনের এম পি পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপত্বিতে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়নগঞ্জ ৩ আসনের এম পি পদপ্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়নগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিঃ মনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, নারায়নগঞ্জ মহানগরী কর্মপরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া, নারয়নগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিঃ আব্দুল বাকি।

প্রধান অতিথি সভায় বলেন, সামনে নির্বাচন এই নির্বাচনে আপনাদের কাছে বুথ এবং সেন্টার ভিত্থিক ভোটার তালিকা থাকবে। যার যার এলাকা অনুযায়ী লিষ্ট ধরে ধরে পারসন অনুযায়ী দাওয়াতী কাজ করতে হবে। ডাকসু জাকসু আর সামনে আসছে রাকসু চাকসু এই সু মন্তর সু দিয়ে আশায় বসে থাকলে হবে না। আপনারা এই ভেবে যদি বসে থাকেন বিশ^বিদ্যালয়গুলোর ফলাফল দেখেই জাতীয় নির্বাচনে মানুষ আমাদের ভোট দেবে সেরকম নাও হতে পারে। অতএব মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার কোন বিকল্প নাই। মানুষদেরকে আমাদের ব্যাপারে বুঝাতে হবে। দীর্ঘ ৫৩ বছর মানুষ আমাদের ব্যাপারে জানতে পারে নাই অথবা জানতে দেওয়া হয় নাই। কিন্তু এখন যখন সুযোগ এসেছে আমাদের ব্যাপারে মানুষকে জানানোর সে সুযোগ অবহেলায় কাটিয়ে দিলে হবে না। আমরা যদি কঠোর পরিশ্রম করতে পারি তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

প্রধান আলোচন প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমাদের উপর অনেক বড় দায়িত্ব এসেছে। আগে দায়িত্ব ছিলো শুধু নিজের আর নিজের পরিবারের উপর কিন্তু এখন দায়িত্ব এসেছে পুরো এলাকার উপর সর্বপরি সমগ্র দেশের উপর। এ দায়িত্ব অত সহজ নয়। আমাদেরকে ধৈর্য্যরে সাথে এ দয়িত্ব পালন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যেয়ে বুঝাতে হবে। মানুষ যদি আমাদের ভোট নাও দেয় আমরা যদি জয়ী নাও হতে পারি। তারপরও আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর প্রচেষ্টা চালিয়ে গেলে আল্লাহ সফলতা একদিন না একদিন অবশ্যই দিবেন। আর আখেরাতের সফলতা তো আছেই। হতে পারে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটা একটা পরীক্ষা। এখন আমরা এ পরীক্ষায় উত্তীর্ন হতে পরবো কি পারবোনা তা আমাদের কর্মই বলে দেবে।