কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জে সোমবার দুপুর ১১ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রেরণা বাংলাদেশও কালের নতুন সংবাদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’২৫ উপলক্ষ্যে এক মানববন্ধন পালিত হয়েছে। প্রেরনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনির সভাপতিত্বে ও কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ও জি টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু,সাপ্তাহিক শুরুকের সম্পাদক মাও. ফজলুল হক, সিনিয়র সাংবাদিক ফায়জুল হক গোলাপ, এড. নজরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান জুয়েল, ইমরান হোসেন, আল আমিন, আতাউল হাসান দিনার, ফাহিম আহমেদ, সোহেল রানা প্রমুখ।