বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মেট্রো সদর থানা শাখার উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত সাংগঠনিক মাস ও বায়তুল মাল পক্ষের কর্মসূচির আলোকে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান এবং সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি মোঃ হোসেন আলী।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ জালাল উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম নজীব, থানা কর্মপরিষদ সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ খালিদ হোসেন এবং ২০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেন।
সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীল ভাইরা উপস্থিত ছিলেন। বক্তারা অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং ইসলামী আন্দোলনের মূল আদর্শে দৃঢ় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।