আল-হেলাল, নালিতাবাড়ি, শেরপুর : শেরপুর-২ নকলা-নালিতাবাড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক বিতর্ক বিষয়ক সম্পাদক ও জামায়াতে ইসলামী শেরপুর জেলা কর্মপরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি জেনারেল মু. গোলাম কিবরিয়া ভিপি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ১১-ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে নালিতাবাড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, নালিতাবাড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মাওলানা আফসার উদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব মোঃ শাহাদত হোসেন বিএসসির সঞ্চালনায় মতবিনিময় সভায় মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, নকলা-নালিতাবাড়ির মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায়। আমি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষা, কৃষি উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান এবং যুবশক্তিকে এগিয়ে নেওয়া কে সর্বোচ্চ গুরুত্ব দেব। তিনি আরো বলেন, নালিতাবাড়ি-নকলা, আসন দীর্ঘদিন অবহেলিত। গারো পাহাড়ের ইকোপার্ক মধুটিলা সৌন্দর্যমন্ডিত ও স্থলবন্দরকে আধুনিকায়ন সহ জনগণের প্রত্যাশা অনুযায়ী টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের মতামত তুলে ধরেন। সভায় স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা ও মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করেন। সংবাদ সম্মেলনের শেষে মু. গোলাম কিবরিয়া ভিপি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকরাই সবচেয়ে গুরত্ত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন, নকলা উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারওয়ার, নালিতাবাড়ি পৌরসভার আমীর মোঃ হেলাল উদ্দিন, সেক্রেটারি মোঃ আব্দুল মোমেন, নালিতাবাড়ি পৌর নায়েবে আমীর মাওলানা গোলাম রাব্বানী, যোগানিয়া ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ুব আলী, নকলা ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম সাফিত।