আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ তথ্যপ্রযুক্তির বিকাশে বিশ্ব দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, ভবিষ্যতে কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আইসিটি ও বিদেশী ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত “Improving NU’s CSE Curricula, Equipping Students with Emerging Skills and Leveraging Digital Platforms to Current Students with SSPs” শীর্ষক কর্মশালার উদ্বোধনী সেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর হওয়ায় তাদেরকে যুগোপযোগী শিক্ষার আওতায় আনতে আইসিটি খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসা জরুরি। ইতোমধ্যে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের বিকাশমান প্রযুক্তির সাথে পরিচিত করতে সিএসই শিক্ষাক্রম আধুনিকায়নের কাজ চলছে।

কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন প্রো ভিসি, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার, প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। এছাড়া এটুআই, শিক্ষক প্রশিক্ষণ দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন কেন্দ্র এবং আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের প্রতিনিধিরা প্রেজেন্টেশন ও মতামত প্রদান করেন।

কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বেসরকারি বিভিন্ন ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নেন।