রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে মামলাবাজ আওয়ামী লীগ এর দুই নেতার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা দেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই পরিবারগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেশকয়েকটি মামলা দায়ের করেছেন তারা। শুধু তাই নয় থানা পুলিশ তাদের অভিযোগগুলো তদন্ত করে মিথ্যা হওয়ায় এজাহার না নিলে পুলিশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনেরও অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষী বিষ্ণুপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের পান্না বেগম, নান্নু খালিফা, নওশের আলী, হাসান শহীদ, ফজল শেখ, বেল্লাল শেখ, আব্দুল লতিফ গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেছেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, থানায় যে কেউ অভিযোগ দিলে তা গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে যদি অভিযোগ দেওয়া থাকে তবে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।