লালমনিরহাটের হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে লালমনিরহাট সদর -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী হারুন অর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যান ফেডারেশনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায়

লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশীদ। তিনি হরিজন সম্প্রদায়ের সকল ধরনের বৈষম্য নিরসনের আশ্বাস দিয়ে বলেন, তাদের যে কোন সমস্যায় তিনি এবং তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশে ছিল এবং পাশে থাকবে। মতবিনিময় সভায় বাংলাদেশ হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ঘুগলু বাবু বাঁশফোর বক্তব্য রাখেন, তার বক্তব্যে তিনি হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ শাহআলম, পৌর সভাপতি ও সাবেক শিবিরের নেতা মোঃ আসাদুজ্জামান, হরিজন সম্প্রদায়ের গ্রাম উন্নয়ন কমিটি ড্রাইভার পাড়ার সভাপতি ছোটন বাঁশফোর, হরিজন সম্প্রদায়ের সার্বজননীন শ্রী শ্রী শীথলা দুর্গামন্দির ড্রাইভার পাড়ার সাধারণ সম্পাদক নিমাই বাঁশফোর, সাংগঠনিক সম্পাদক জাগ্রত হরিজন মানব কল্যাণ সংগঠন লালমনিরহাট জেলা শাখার রিদয় বাঁশফোর, ওই সংগঠনের সাধারণ সম্পাদক সাগর বাঁশফোর, ইমন বাঁশফোর ও জিতন বাঁশফোরসহ হরিজন সম্প্রদায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।