নোয়াখালী সংবাদদাতা : ১৯ আগস্ট (মঙ্গলবার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা কর্তৃক আয়োজিত এসএসসি/দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। শহর সভাপতি হাবিবুর রহমান আরমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় হোয়াইট হল পার্টি সেন্টারে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে।

প্রধান অতিথি মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বক্তব্যে বলেন, দেশের মেধাবীদের প্রতি ছাত্র শিবিরের যে আবেগ ভালোবাসা সেটা তুলে ধরা এবং দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে, সে স্বপ্ন মেধাবীদের কে জানান দেওয়া-ই হচ্ছে ছাত্র শিবিরের উদ্দেশ্য। এদেশের সকল মেধাবী শিক্ষার্থীদের ছাত্রশিবির ওয়েলকাম জানায়, কিন্তু সবাই ছাত্র শিবির করবে এইটা আমরা মনে করি না।

বিশেষ অতিথি নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার বলেন, এদেশে লোকের অভাব নেই, মেধাবির অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির এই কাজটাই করে যাচ্ছে মেধাবীকে কিভাবে মানুষ করানো যায়। মেধাবীদেরকে কিভাবে কাজে লাগানো যায়।

মেধাবীদের কিভাবে বড় বড় চেয়ারে বসানো যায়। মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয়, “বাংলাদেশে ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা”।

শহর অফিস সম্পাদক তানবীর সিয়াম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেক্রেটারী আরিফুল ইসলাম। অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, অফিস সম্পাদক তানভীর সিয়াম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শোকবানী

ইসলামী আন্দোলনের নিবেদিত প্রান কর্মী, ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের অধিবাসী, সোনাগাজী পৌর জামায়াতের আমীর মোঃ মহসীন ভূঁইয়ার শ্রদ্ধেয় পিতা মনির আহমদ ভূঁইয়া (৯০) গতকাল সকালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজেউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিম এবং সোনাগাজী উপজেলা আমীর ও পৌর আমীর যথাক্রমে মাওলানা মোঃ মোস্তফা ও মাওলানা কালিমূল্লাহ।

বিবৃতিতে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন যেন তিনি তাঁর পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দেন। বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ মরহুমকে জান্নাতুল ফেরদৌস এর আলা মাকাম যেন দান করেন সেই দোয়া করেন।