গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার ৫০ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স টি চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থান হওয়ায়, প্রতিদিন হাসপাতালে গৌরনদী সহ নিকটবর্তী কালকিনি, উজিরপুর, মুলাদী, বাবুগঞ্জ, ও আগৈল ঝাড়া উপজেলার বাসিন্দারা এখানে জরুরী চিকিৎসা নিতে আসেন।
গৌরনদী উপজেলা সহ অন্যান্য উপজেলা ও হাইওয়ে রোডে, রোড এক্সিডেন্ট এর রোগীদের চাপ বেশি থাকে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না।
জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার কথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা সহ ১৬ জন মেডিকেল অফিসার,১০জন কনসালটেন্টর, পথ থাকলেও এখানে কনসালটেন্ট ও ডেন্টাল সার্জন ছাড়া ৫ জন মেডিকেল অফিসারের পথ শূন্য থাকায় দূর দুরান্ত থেকে আশা রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ঢাকা বরিশাল মহাসড়কের পাশে এই স্বাস্থ্য কমপ্লেক্স টি অবস্থান হাওয়ায় মহা সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা লেগে থাকে, যে কারণে জরুরি বিভাগে প্রায়ই রোগীদের চাপ বেশি থাকে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দুর্ঘটনায় আহত কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যত্র যেতে হয়, এতে অনেক রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় বলে স্থানীয়রা জানান। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ডেন্টাল সার্জন দীর্ঘদিন না থাকায় ডেন্টাল রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ডেন্টালের জন্য দামি যন্ত্রপাতি নষ্ট হতে যাচ্ছে, হাসপাতালের আলট্রাসোনোগ্রাম মেশিন দীর্ঘদিন বিকল অবস্থায় পড়ে আছে, কর্তৃপক্ষ জানায়, মেশিনটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালে অপারেশন না হওয়ায়, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি অচল অবস্থায় রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: তৌকির আহমেদ জানান, জনবল কম থাকায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে, চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।