দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা ডাঃ আবু বকর সিদ্দিক শনিবার (২২ নভেম্বর) সকালে শিবালয় উপজেলার পাটুরিয়া থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে শত শত মটর সাইকেল যোগে আরিচা, উথলী, বরংগাইল, তরা, বানিয়াজুরি, ঘিওর, দৌলতপুর, বরংগাইল কলেজ মাঠে যে শেষ হয়। জননেতা ডাঃ আবু বকর সিদ্দিক বলেন মিথ্যাচার ও অন্যায় দিন দিন বেড়েই চলছে এর মূল কারণ মানুষ নিজেদের মধ্যে মানবিকতা অনৈতিকতার চেতনা হারিয়ে ফেলেছে। ইসলাম শুধু এবাদতের শিক্ষা দেয় না, মানুষকে ন্যায় সততা দয়া ও সেবার শিক্ষা দেয়। সেই সাথে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের মাধ্যমের সকল অপরাধ দূর করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার জন্য সার্বিক সহযোগিতা ও দোয়া চান। জেলা ও উপজেলা জামাতের নেতৃবৃন্দ সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের সখিপুরে জামায়াতের পথসভা
সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর পৌরসভার সৌখিনমোড়ে বিএনপি অধ্যুষিত এলাকায় শুক্রবার (২১ নভেম্বর-২০২৫) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন, সকল অপপ্রচার, বাঁধা বিঘœ, লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। প্রতিপক্ষদের উস্কানিমূলক বক্তব্য ও আচরণ থেকে সচেতন এবং বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, সকল রাজনৈতিক নেতার জনসেবা দেখার সুযোগ হয়েছে জনগণের, কিন্তু জামায়াতকে দেখা হয়নি। তাই এ বছর জামায়াতের দেশ সেবা দেয়ার সুযোগদানে আপনাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামী ব্যাংকের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যাংকার জাকারিয়া মোমেন বলেন, আজ পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ও বহুত্ববাদে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র ও সমাজ কলুসিত হয়ে গিয়েছে। ফলে জনগণ শুধু উন্নতির ভুক্তভোগী ও ভারবাহী হয়ে আছে; উন্নয়নের সুফল ভোগ করার কোন সুযোগ জনগণের হয়নি কখনো। বক্তাগণ বলেন, বিপ্লব কখনো বিপ্লবীরা ভোগ করার জন্য করে না, এটা জনসাধারণের জন্য। কিন্তু যদি জনগণ সে সম্পর্কে সচেতন না হয়, তবে এর ফল ভোগ করে প্রতিপক্ষরা। এবার আপনাদের হাতে সুযোগ এসেছে ভোট প্রদান করে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার। এ সুযোগ হাতছাড়া করলে দেশ এক গহীন অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এ সময় ‘সকল পার্টি দেখা শেষ, ইসলামের বাংলাদেশ’ বলে মুহুর্মুহু শ্লোগান শোনা যায়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মতিয়ার রহমানের সভাপতিত্বে আঃ খালেকের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা আমীর অধ্যাপক আল আমিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইলের বার সমিতির সাবেক সহসভাপতি এড. সরকার কবীর উদ্দিন, সাবেক উপজেলা সভাপতি হায়দর আলী মাস্টার, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গ।
রাজারহাটে জামায়াতের নির্বাচনী জনসভা
রাজার হাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: ২১ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার নাজিম খান ইউনিয়নের কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাজিম খান ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল বাতেন এর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত সমর্থিত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রহিম, শহীদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন রাজু আহমেদ।
মহিলা জামায়াতের কর্মী সমাবেশ ও নির্বাচনী সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা মহিলা শাখার উদ্যোগে ২২ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে কর্মী সমাবেশ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপজেলা সভানেত্রী মিসেস ফাহিমা দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ২৬ কড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার। বক্তব্য রাখেন উপজেলা আমীর মাও: আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি মাও আব্দুর রহমান. সহকারী সেক্রেটারি আ: কাদের .বায়তুলমাল সেক্রেটারি বেলাল হোসেন প্রমুখ।
জামায়াতের রুকন সম্মেলনে ফখরুল ইসলাম
মৌলভীবাজার সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী শক্তির পক্ষে যেভাবে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের প্রার্থী ও প্রতীক নিয়ে প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে ব্যাপক ভাবে যেতে হবে। এক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার দুপুরে স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলাউদ্দিন,আজিজ আহমদ কিবরিয়া, মাওলানা হারুনুর রশিদ তালুকদার প্রমূখ। প্রাণবন্ত এ সম্মেলনে পুরুষ ও মহিলাসহ প্রায় ছয়শত রুকন ডেলিগেট উপস্থিত ছিলেন।সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আলকুরআন থেকে দারসে কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পেশ করেন মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী মোঃ ছায়েদ আলী।
জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার ২২নভেম্বর শনিবার দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর এবং বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজারে।
শনিবার সকাল থেকে ফুলবাড়ী ইউনিয়নের মহিলা ডিগ্রী কলেজের আশ-পাশের এলাকা পুলেরপাড় বাজার.আমতলা বাজার ,বড়ভিটা ইউনিয়নের চর মেখলী, বড়ভিটা এলাকার আশ-পাশের এলাকায় সাধারণ ভোটারদের সাথে গনসংযোগ করেন এবং ভোটারদের সাথে খোলামেলা ভাবে আলাপ চারিতা করেন।গনসংযোগ শেষে আমতলা বাজার ও বড়ভিটা গালর্স হাইস্কুল মাঠে পৃথক দুইটি নির্বাচনী সমাবেশ করেন। এ সময় গনসংযোগ ও নির্বাচনী সমাবেশে তার সাথে ছিলেন উপজেলা আমীর মাও: আ: মালেক , সেক্রেটারী মাও: আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্ধ এবং বিপুল সংখ্যক কর্মীবাহিনী ।
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত, ২২ নভেম্বর শনিবার ।