চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিতে অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বাধীন টিম।

গ্রেফতারকৃতরা হলেন ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৫), একই এলাকার শামিম হোসেন (৪৭) এবং লাল্টু রহমান (৪০)। তারা সকলে বিএনপির স্থানীয় রাজনীতির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি অবিস্ফোরিত ককটেল বোমা, ৩টি ফালা, একটি হরিণের চামড়া ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী শুক্রবার সকালে আলমডাঙ্গা থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সেনাবাহিনী।

পুলিশ সূত্র জানায়, ছত্রপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি নাশকতার প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী দেখে পুলিশ ধারণা করছে, বৃহত্তর নাশকতা বা সংগঠিত সন্ত্রাসমূলক কার্যক্রমের পরিকল্পনা থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, দেশীয় অস্ত্র, ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার দুপুরেই তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।