গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মহাসড়কে কোনো অবস্থাতেই ব্যাটারিচালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। ফিডার রোড ব্যবহার করতেই হবে এবং মহাসড়ক থেকে অন্তত ১০০ মিটার দূরে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে চালক ও যাত্রীদের সহযোগিতা চেয়ে তিনি সতর্ক করেন যে, নিষেধাজ্ঞা অমান্য করলে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ঈদযাত্রাকে নির্বিঘœ করতে জিএমপি সর্বোচ্চ তৎপর রয়েছে। বাসভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ ঈদ উপলক্ষে মহাসড়ক ও নগরীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
হকার উচ্ছেদ,অবৈধ পার্কিং অপসারণ,ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত কাজ, কাঁচামাল ও নিত্যপণ্যবাহী ট্রাক ছাড়া ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা,সড়কের খানাখন্দ দ্রুত মেরামত।
ছিনতাই প্রতিরোধে জিএমপির কঠোর অবস্থান কমিশনার জানান, গাজীপুর নগরীতে ছিনতাই রোধে জিএমপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযানে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হলেও অভিযুক্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি। তিনি আরও বলেন, “অনেকেই চাকরি হারিয়ে ছিনতাইয়ের পথে নেমেছে, কিন্তু যারা এসব অপরাধে উৎসাহ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রেস ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।