লুৎফর রহমান শাওন, ছাতক : সুনামগঞ্জের ছাতক উপজেলায় এ বছর আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে দিগন্তজোড়া আমন ধান পেকে উঠেছে। একদিকে শীতের কনকনে সকাল, অন্যদিকে দিনের তীব্র রোদ কিন্তু কৃষকদের মুখে নেই কোনো ক্লান্তি। সব কষ্ট ভুলে তারা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটাই, বহন ও মাড়াইয়ের কাজে। মাঠে যে দৃশ্য দেখা যাচ্ছে, তা যেন কৃষকের পরিশ্রমের সবচেয়ে সুন্দর রূপ। কৃষি অফিসের হিসাব অনুযায়ী চলতি মৌসুমে ছাতক উপজেলায় ১২,৯৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। মাঠ ঘুরে দেখা গেছে, ভোর হতেই কৃষকরা দল বেঁধে জমির দিকে ছুটে চলছেন। কেউ জমিতে দাঁড়িয়ে ধান কাটছেন, কেউ আবার মাথায় করে ধান বহন করে নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। কৃষাণীরাও পিছিয়ে নেই। উঠোনজুড়ে চলছে ধান শুকানো, নাড়াই-মাড়াই এবং বাছাইয়ের কাজ। পল্লী কৃষক বাবুল মিয়া আনন্দভরা কণ্ঠে বলেন, এবার আল্লাহ চরম মহব্বত দেখাইছে। শীষে দানার পরিমাণ অনেক বেশি। এত কষ্ট, খরচ সব যেন আজ সার্থক। বাজারে যদি ভালো দাম পাই, তাহলে সারা বছরই স্বস্তিতে থাকবো। শুধু বাবুল মিয়া নন উপজেলার অনেক কৃষকের মুখেই পাওয়া গেছে একই আনন্দ, একই তৃপ্তি। অনেকেই জানিয়েছেন, তাদের জমিতে গত বছরের তুলনায় ১৫–২০ শতাংশ বেশি উৎপাদন হয়েছে, যা পরিবারে নতুন আশা জাগিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান জানান, চলতি আমন মৌসুমে ছাতকে ১২,৯৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া ছিল অত্যন্ত অনুকূল, তাই চমৎকার বাম্পার ফলন হয়েছে। আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন স্থানে পরিদর্শন করেছি।
গ্রাম-গঞ্জ-শহর
ছাতকে আমনের বাম্পার ফলন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় এ বছর আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে
Printed Edition