কুষ্টিয়া খোকসা উপজেলায় গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আহসান হাবীব এবং খোকসা থানার এসআই রাজু আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন খাঁন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জাতির মেধাবী সন্তানদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।