কুষ্টিয়ার খোকসায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমাদুর হাসান এবং খোকসা থানার অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন–কে ফুলেল শুভেচ্ছা ও সহজ-সরল বাংলায় অনুবাদকৃত মহাগ্রন্থ আল-কুরআন উপহার প্রদান করেছে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে উপহার তুলে দেন ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আশিকুল ইসলাম চপল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু, জয়ন্তীহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান লালন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম এবং খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম।
প্রশাসনের নতুন কর্মকর্তাদের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের এই সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময়কে খোকসার সামাজিক অঙ্গনে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।