ফেনী সংবাদদাতা : ফেনীর মহিপালে ৪ আগস্ট গণহত্যা মামলায় জামায়াতের ৮ জন কর্মীসহ নিরপরাধ সাধারণ মানুষকে জড়ানোর প্রতিবাদে ছাগলনাইয়ায় সংবাদ সম্মেলন করেছে জামায়াত নেতৃবৃন্দ।
ছাগলনাইয়া বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক, আগামী ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী মুজিবুর রহমান মুজিব।
মুজিবুর রহমান জানান, গত ১৭ আগস্ট ২০২৫ ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী মোহাম্মদ জামাল উদ্দিন গাজী। সে ফেনীর ছাগলনায়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র।
জেলা পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সিআর মামলা ১৩৯২/২৫ এর বাদী মামলাটি কোর্টে করেছেন। উক্ত মামলায় উদ্দেশ্যমূলকভাবে জামায়াতের একজন রোকন ও সাতজন কর্মীকে আসামী করা হয়েছে।
মামলার শিকার হয়েছে, শুভপুর জামায়াতে ইসলামী রোকন মকসুদ আহমেদ মুন্না, শিলুয়া জামায়াতের কর্মী মোঃ হানিফ, পশ্চিম পাঠাননগর জামায়াত কর্মী মোঃ রাব্বি, নুর উদ্দিন, শুভপুর জামায়াতের কর্মী আবুল হোসেন প্রকাশ মনির, ওসমান গণি রানা, হরিপুর জামায়াতে ইসলামীর শুভাকাক্সক্ষী নজরুল ইসলাম হেলালী। যাদের সাথে ঘটনার দূরতম সম্পর্ক নেই। সেদিন মহিপালে যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ছাত্র শিবিরের নেতাকর্মী।