হযরত শাহজালাল (রহ.) এর পবিত্র ভূমি সিলেট মহানগরী অপবিত্র পদচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। তিনি নগরীতে অবস্থানরত সকল আবাসিক হোটেলে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের অভিযান অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত নগরীর ৪ টি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে সিলগালা করেছে এসএমপি পুলিশ। এর আগে এসএমপির সাবেক কমিশনার ও ঢাকায় কর্মরত অতিরিক্ত আইজিপি রেজাউল করিম এই অভিযানের সূচনা করেন। গতমাসে তিনি পদোন্নতি পেয়ে ঢাকায় যোগদানের পর নবাগত এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন।
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এক সপ্তাহে পৃথক পৃথক অভিযান চালিয়ে চারটি আবাসিক হোটেলকে সিলগালা করা হয়েছে। এছাড়া ওই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে এসএমপি পুলিশ। গত দেড় মাসে নগরীর বন্দরবাজার, তালতলা, লালদিঘীরপাড়, শিবগঞ্জ, আম্বরখানা ও দক্ষিণ সুরমার বিভিন্ন হোটেল থেকে শতাধিক পুরুষ-মহিলাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে কোতয়ালী থানাধীন হোটেলের সংখ্যা বেশি।
গত শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিলগালা করা হোটেলগুলো হল- তালতলাস্থ সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল এবং আল সাদী হোটেল। সিলেট মহানগর পুলিশ আশা করছে, এই ধরণের কঠোর পদক্ষেপ নগরীর সামাজিক শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে এবং নাগরিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। কোতয়ালী পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে হোটেল থেকে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান নগরবাসীর নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, হোটেলগুলোতে অনৈতিক কর্মকা- বন্ধে নেয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক সংগ্রামকে জানান, ‘ইদানিং সিলেট মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কর্মকা- বেড়েই চলেছে। এ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। গত সপ্তাহে নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দেড় মাসে নগরীর দক্ষিণ সুরমা, কোতয়ালী ও শাহপরাণ থানাধীন বিভিন্ন আবাসিক হোটেল থেকে প্রায় শতাধিক পুরুষ মহিলাকে অসামাজিকতার অভিযোগে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’