মেহেরপুর সংবাদদাতা : অসুস্থ এক হিন্দু রোগীর চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা তাজউদ্দিন খান। বুধবার সকালে রোগীর বাড়িতে গিয়ে তিনি চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে উজ্জল চন্দ্র দাস। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় তিনি ও তার পরিবার চরম সংকটে পড়েন। বিষয়টি জানতে পেরে মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান নিজ উদ্যোগে সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে জেলা আমীর বলেন, “মানবিকতার কোনো ধর্ম নেই। মানুষ মানুষের জন্য- এই বিশ্বাস থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হোসেন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি জনাব জাব্বারুল ইসলাম, আঃ জাব্বার মেম্বর। সহায়তা পেয়ে রোগীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংকটের সময় এ সহযোগিতা তাদের নতুন আশার সঞ্চার করেছে।