মোংলা সংবাদদাতা : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের দুর্গম ভাংগার খাল এলাকা থেকে প্রায় ৩৫০ ফুট দীর্ঘ ‘মালা ফাঁদ’ জব্দ করেন বন রক্ষীরা।
সম্প্রতি বন বিভাগের ‘স্মার্ট পেট্রোলিং টিম’ বনের অভ্যন্তরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় এই ফাঁদগুলো শনাক্ত করে। পরবর্তীতে জব্দকৃত ফাঁদগুলো পুনরায় ব্যবহার রোধে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, এক শ্রেণির অসাধু শিকারী চক্র রাতের আঁধারে বনের গভীর অংশে গোপনে প্রবেশ করে। তারা মূলত চিত্রা হরিণের বিচরণক্ষেত্র লক্ষ্য করে চলাচলের পথে দীর্ঘ এই দড়ি বা নাইলনের তৈরি ফাঁদ পেতে রাখে। চরে ঘাস খেতে আসা বা ঘুরে বেড়ানো মায়াবী চিত্রা হরিণ এই ফাঁদে আটকা পড়লে, সুবিধাজনক সময়ে শিকারিরা এসে তা নিয়ে যায়। বনরক্ষীদের সতর্ক অবস্থানে থাকার কারণে এবং যথাসময়ে ফাঁদটি উদ্ধার হওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণীরা একটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেল।